নলছিটি প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে নলছিটির মেয়ে এস এম কুর রাতুল আইন। ২৯ মে-২০২২ বরিশাল সদর উপজেলা ও বরিশাল জেলায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে ক শাখায় (৬ষ্ঠ ও ৮ম শ্রেনী) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে । এস.এম কুররাতুল- আঈন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী। তার পিতা মোঃ মাসুম হোসেন ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার পাওতা গ্রামের স্থায়ী বাসিন্দা এবং একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ফিল্ড টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মাতা মোসাঃ শাহনাজ আক্তার একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নলছিটি উপজেলাধীন মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। এস.এম কুররাতুল- আঈন শিশুকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিভার স্বাক্ষর রাখছেন। লেখাপড়ার ক্ষেত্রেও সে মেধার স্বাক্ষর রেখে চলেছেন। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তিসহ শের- ই বাংলা বৃত্তি,শাহীন ক্যাডেট স্কুল বৃত্তি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিয়মিতভাবে সেরাদের সেরা নির্বাচিত হয়ে আসছে।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি রয়েছে তার অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা।
সে সকলের কাছে দোয়া প্রার্থী যাতে চুড়ান্তভাবে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারেন।