শেখ মাহবুব, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় আসতে শুরু করেছে গাছে গাছে আমের মুকুল।ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে আম গাছের মুকুল। মাঘ আসতে না আসতেই দেখা যায় গাছে গাছে আমের মুকুল। ভেসে বেড়াচ্ছে সুগন্ধ আন্দোলিত করে তুলছে মানুষের মন। প্রকৃতি যেন এক নতুন সাজে সজ্জিত হতে শুরু করেছে। চির সবুজের মাঝে যখন হলুদের দেখা মেলে মনে হয় হলুদ আর সবুজের এক মহা মিলন। গাছে গাছে ডালপালা ভেদ করে বের হচ্ছে আমের মুকুল সাথে আছে সুরে রসব্যঞ্জনা। মৌমাছি গুনগুন করে ভেসে বেড়াচ্ছে গাছের প্রতিটি শাখায় প্রশাখায় আন্দোলিত করছে চারপাশ। শীতের স্নিগ্ধতায় শোভা ছড়াচ্ছে স্বর্ণালী মুকুল।
এলাকাবাসী জানান এখানকার বেশিরভাগ জায়গায় রয়েছে বিপুল পরিমাণ আমগাছ । আবহাওয়া অত্যানুকুল থাকায় এবছরের বেশিরভাগ এলাকাতেই আসতে শুরু করেছে মুকুল। আশাকরা যাচ্ছে চলতি মাসের শেষ দিকেই পুরোপুরি মুকুল আসবে। সলঙ্গায় বেশিরভাগ এলাকাতেই দেখা যাচ্ছে এ চিত্র। স্থানীয়রা বলছে গত বছরের চাইতে এবার ভালো মুকুল আসতে শুরু করেছে। আসা করা যায় এবছর আমের বাম্পার ফলন পাওয়া যাবে।