অনলাইন ডেস্ক:সারাদেশে মাদকবিরোধী অভিযানে রাজধানী মিরপুরসহ বেশ কয়েকটি জেলায় রবিবার রাতে আরও ১২ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এর মধ্যে চারজন অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে নিহত একাধিক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা ছিল।