রিফাত হোসেন সবুজ, রংপুর
আলোচিত কলেজ ছাএ নয়ন হত্যার প্রধান আসামী জুয়েল সহ দুইজনকে আটক করেছে পিবিআই রংপুর।
শনিবার রংপুর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন অফিস প্রেস কনফারেন্স জানান, গত তিন ববছর আগে রংপুর পীরগাছা থানার সোনা রায় গ্রামের রফিকুল ইসলাম এর পুএ কলেজ ছাএ আল আমীন উরফে নয়ন (২২) কে নৃশংস ভাবে হত্যা করে।
পরে নয়নেরর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ১৪/০৪/২০১৪ তারিখে একটি হত্যা মামলা দায়ের সেই মামলার অন্যতম গ্রেফতার কৃত আসামী হলেন, পীরগাছা থানার তাম্বুলপুর গ্রামের মৃত মৃত জলিল ফকিরের ছেলে জুয়েল (২২) এবং একই গ্রামের আমজাদ হোসেন এর ছেলে তুষার (২২) ।
প্রেম সংক্রান্ত বিষয়ে এ হত্যাকান্ড ঘটেছে।
Video Link :
https://www.youtube.com/watch?v=UqYLVcIiqYU